Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতেই সেঞ্চুরি স্পর্শ করল পেঁয়াজের দাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ২১:৫২

পেঁয়াজের বাজার। ফাইল ছবি

রাজবাড়ী: সরবরাহ ঘাটতির অজুহাতে জেলায় পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যে পেঁয়াজ গত সপ্তাহে প্রতিকেজি ৭০ টাকায় বিক্রি হয়েছে, তার কেজি এখন ১০০ টাকা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে শহরের বড় বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে। দামের এমন ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন সাধারণ ও নিম্ন আয়ের মানুষ।

খুচরা ব্যবসায়ী মান্নান বলেন, ‘বাজারে পেঁয়াজের আমদানি অনেক কম। ফলে বেশি দামে পেঁয়াজ কিনতে হয়েছে। এছাড়া এখন পেঁয়াজ শেষের দিকে। কৃষকের ঘরেও পেঁয়াজ প্রায় শেষ। আমরা যেমন কিনেছি, অল্প লাভে বিক্রি করছি।’

তবে আরেক ব্যবসায়ী রাজু বলেন, ‘কয়েকদিন ধরেই পেঁয়াজের আমদানি কম। তবে এই দাম বৃদ্ধি থাকবে না। কৃষকের ঘরে এখনো পেঁয়াজ আছে। আজ শেষের বাজারে ভালোই আমদানি হয়েছিল। কয়েকদিনের মধ্যে দাম কমে আসবে।’

বিজ্ঞাপন

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, রাজবাড়ী পেঁয়াজ আবাদের সমৃদ্ধ এক‌টি জেলা। এ জেলায় সারাদেশের প্রায় ১৪ শতাংশ পেঁয়াজ উৎপাদন হয় এবং দেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে তৃতীয় অবস্থানে রয়েছে। ফলে এ জেলার উৎপা‌দিত পেঁয়াজ দেশের চা‌হিদার বৃহৎ এক‌টি অংশ পূরণ করে। জেলার পাঁচ উপজেলায় কম-বেশি পেঁয়াজের আবাদ হলেও কালুখালী, বা‌লিয়াকা‌ন্দি ও পাংশায় সবচেয়ে বেশি হয়।

চলতি বছর হা‌লি পেঁয়াজ আবাদের মৌসুমের এখনো বাকি কয়েকমাস। তবে শুরু হয়েছে আগাম জাতের মু‌ড়িকাটা পেঁয়াজের আবাদ। চলতি বছর জেলায় ৫ হাজার ৮৭৫ হেক্টর জমিতে প্রায় ৯৫ হাজার মেট্রিক টন মুড়িকাটা পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর