Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাগারে বন্দি আসামির ঢামেকে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১৭:২১ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ১৮:৪০

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি মামুনুর রশীদ (৩৪) নামে এক আসামি ঢাকা মেডিকেলে মারা গেছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর ) বিকেল কারারক্ষীরা ওই বন্দিকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষিরা অচেতন অবস্থায় ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ওই ব্যক্তি হাজতি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার মামলার বিবরণ জানা যায়নি। তার বাবার নাম শহিদুল ইসলাম। তার হাজতি নম্বর ৪৪৯৪৬/২৫।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর