Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১৫:৩৯ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ১৭:৩১

গ্রেফতার হওয়া দুলাল শরিফ। ছবি: সারাবাংলা

বরিশাল: ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক দুলাল শরিফকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে পূর্ব মালিপুর গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যুবদল কর্মী আজমল হোসেনকে মারধরের ঘটনায় এ বছর একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী আজমল হোসেন। ওই মামলায় দুলাল শরিফকে গ্রেফতার করা হয়েছে।

নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুলাল শরিফের নামে মামলায় রয়েছে। গ্রেফতারের পর তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর