Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলি, তদন্ত দাবি জামায়াত আমিরের

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ২১:৩৩ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ২৩:৩৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: চট্টগ্রামে বিএনপি দলীয় প্রার্থীকে গুলি করার ঘটনায় নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ দাবি করেন।

তিনি লেখেন, ‘আজ চট্টগ্রামে রাজনৈতিক দলের এক নেতা, যিনি আগামী নির্বাচনে প্রার্থী, তার সহকর্মীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে একজনকে খুন করেছে এবং প্রার্থীসহ আরও কয়েকজনকে আহত করেছে।’

‘এ ঘটনাটি একান্তই নিন্দনীয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান একান্ত প্রয়োজন।’

তিনি আরও লেখেন, ‘অতীতের মতো এ ধরনের দুঃখজনক ঘটনা নিয়ে কেউ যেন ফাউল গেম খেলতে না পারে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা জরুরি। কারণ ফাউল গেমের সুযোগ নিয়ে সন্ত্রাসী ও খুনিরা আরও বেপরোয়া হয়ে ওঠে, যা কারো জন্যই কল্যাণকর নয়।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর