Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চমক রেখে অ্যাশেজের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১১:১১

অভিষেকের অপেক্ষায় ওয়েদারাল্ড

অ্যাশেজ শুরুর বাকি আর মাত্র কয়েকদিন। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে হতে যাওয়া হাই ভোল্টেজ সিরিজের আগে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো অজি স্কোয়াডে ডাক পেয়েছেন জ্যাক ওয়েদারাল্ড।

প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অজিরা। দলে জায়গা হয়নি মারকুটে ইনিংস খেলে আলোচনায় আসা ওপেনার স্যাম কনস্টাসের। সাম্প্রতিক সময়ে তার ফর্ম একটা ভালো না যাওয়াতেই মূলত এমন সিদ্ধান্ত।

অজি স্কোয়াডে ফিরেছেন মার্নাস লাবুশেন। বছরের শুরুতে স্কোয়াড থেকে বাদ পড়লেও ঘরোয়া ক্রিকেটে ভালো করে স্কোয়াডে ফিরেছেন তিনি।

কনস্টাসের বদলে দলে ডাক পেয়েছেন ওয়েদারাল্ড। গত ১৪ মাসে তাসমানিয়া ও অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ওপেনিংয়ে ১,৩৯১ রান করে নির্বাচকদের দৃষ্টি কেড়েছেন তিনি। তার গড় ৫৩.৫০, স্ট্রাইক রেট ৬৮.৬৫।

বিজ্ঞাপন

পিঠের চোটের কারণে প্রথম টেস্টে নেই অধিনায়ক প্যাট কামিন্স। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।

আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হবে ৫ ম্যাচ অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট।

অস্ট্রেলিয়া স্কোয়াড প্রথম অ্যাশেজ টেস্ট : স্টিভেন স্মিথ (অধিনায়ক), উসমান খাজা, মারনাস লাবুশেন, ট্রাভিস হেড, জ্যাক ওয়েদারাল্ড, ক্যামেরন গ্রিন, বেউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), জস  ইংলিস (উইকেটকিপার), জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, নাথান লায়ন, ব্রেন্ডন ডগেট ও শন অ্যাবট।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর