চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ব্যস্ততম নিউমার্কেট মোড়ে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে হকার উচ্ছেদ অভিযানে গিয়েছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় শত-শত হকার জড়ো হয়ে মিছিল করতে থাকেন- শাহাদাত ভাইয়ের ঘোষণা, হকার উচ্ছেদ চলবে না। পরে অবশ্য মেয়র হকারদের কোনোভাবেই বিকেল ৪টার আগে নিউমার্কেট মোড়ে না বসার নির্দেশ দিয়ে সেখান থেকে চলে যান।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে মেয়রের নেতৃত্বে এ অভিযানে চসিকের বিশেষ ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশসহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা ছিলেন।
চসিক মেয়র শাহাদাত হোসেন নিউমার্কেট মোড়ে গাড়ি থেকে নামার পরই সেখানে লোকজন জমতে শুরু করে। এক পর্যায়ে মোড়ের আশপাশ থেকে দলে দলে হকাররা মিছিল নিয়ে সেখানে আসতে থাকেন। পরে তারা মেয়রকে ঘিরে স্লোগান দিতে থাকেন।

কারদের কোনোভাবেই বিকেল ৪টার আগে নিউমার্কেট মোড়ে না বসার নির্দেশ মেয়র শাহাদাতের। ছবি: সারাবাংলা
এ সময় মেয়র হকারদের উদ্দেশে বলেন, ‘নিউমার্কেট মোড় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে হকার ব্যবসার নামে সড়ক, ফুটপাত দখল করে কোনো স্থায়ী অবকাঠামো করা যাবে না। সেটা করলে উচ্ছেদ করা হবে। নিউমার্কেট মোড়ে বিকেল ৪টার আগে হকার বসতে পারবে না। ৪টার পর থেকে বসতে পারলেও কোনো স্থায়ী অবকাঠামো করা যাবে না। চাকাযুক্ত গাড়ি বা হাতে করে এনে পণ্য বিক্রি করতে পারবে।’
‘হকারদের অবশ্যই তাদের ময়লা-আবর্জনা নিজেদের পরিষ্কার করে যেতে হবে। কেউ অস্থায়ী ছাতা বসালে সেটার জন্য যাতে মানুষের বা গাড়ি চলাচলে কোনো অসুবিধা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। যাত্রী ও পথচারীদের অসুবিধা সৃষ্টি করে ফুটপাত-সড়ক দখল করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ সারাবাংলাকে বলেন, ‘মাননীয় মেয়র দায়িত্ব নেওয়ার পরই ফুটপাতে হকারদের বসার জন্য বিকেল ৪টা থেকে সময় নির্ধারণ করে দিয়েছিলেন। কিন্তু ইদানিং হকাররা সেই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অনেকেই দিনেও ফুটপাত কিংবা সড়কের একপাশ দখল করে ব্যবসা শুরু করেছে। এজন্য মেয়র মহোদয় আজ উচ্ছেদ করতে গিয়েছিলেন। প্রাথমিকভাবে হকারদের সতর্ক করা হয়েছে। তাদের বিকেল ৪টার পর আসার নির্দেশনা দেওয়া হয়েছে।’