সাতক্ষীরা: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ ও আশাশুনি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাজী আলাউদ্দীনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করছে অপর মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা. শহিদুল আলমের সমর্থকেরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে কালিগঞ্জ-সাতক্ষীরা মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভে ফেটে পড়ে দলীয় নেতাকর্মীরা। নলতা হাসপাতাল মোড়, সানি মার্কেট, কালিগঞ্জ মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীরা, ‘ডা. শহিদুলের নোমিনেশন চাই’, ‘কাজী আলাউদ্দীনের নোমিনেশন বাতিল করো’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
তারা অভিযোগ করেন, তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কেন্দ্র থেকে এক ‘অজনপ্রিয়’ প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা আসনটিতে বিএনপির নিশ্চিত পরাজয়ের পথ খুলে দেবে।
প্রতিবাদকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে প্রার্থী না করা হলে আন্দোলন আরও তীব্র হবে।’
উল্লেখ্য, সোমবার রাতেও কালিগঞ্জের নলতা হাসপাতাল মোড়ে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন নিয়ে বিভক্তি দিন দিন বাড়ছে, যা আগামী নির্বাচনে দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।