ইবি: হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে আন্তঃব্লক ‘শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’-এর আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল শাখা ছাত্রশিবির। সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টে হলটির দেশীয় ব্লকের চারটি এবং বেদেশী ব্লকের দুইটি মিলে মোট ছয়টি দল অংশ নেয়। পরে এদিন রাত সাড়ে ৯টার দিকে দেশীয় ২য় ব্লক এবং বিদেশী ৩য় ও ৪র্থ ব্লক ব্লকের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে দেশীয় ২য় ব্লক চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে নগদ দুই হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলকে নগদ ১৫০০ টাকা ও ট্রফি দেওয়া হয়।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফি, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক আরিফুল ইসলাম, হল শাখার সভাপতি তানজিল হোসাইন ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হল শাখা ছাত্রশিবিরের সভাপতি তানজিল হোসাইন বলেন, ‘আমরা সবার সঙ্গে পারস্পরিক সুসম্পর্ক বৃদ্ধির জন্য এই আয়োজন করেছি। হলের শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। ইবির ক্রিকেট মাঠ আজ সাংবাদিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সকল চিন্তা-দর্শনের শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে। আমাদের এই বন্ধন ক্যাম্পাস জীবনের শেষ দিন পর্যন্ত অটুট থাকুক এই প্রত্যাশা করছি।’
ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘আমাদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক আরও উন্নয়ন করা প্রয়োজন। আজকের এই খেলাধুলার মূল উদ্দেশ্যই হলো ব্যক্তিগত সম্পর্কের উন্নয়ন। পাশাপাশি আমাদের উচিত হলের অ্যালামনাইদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, যারা হলের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।’