Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪ জুলাই সোয়া ২ কোটি শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল


১১ জুলাই ২০১৮ ১৯:০৫ | আপডেট: ১২ জুলাই ২০১৮ ১৭:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সারাদেশে শিশুদের জন্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড শুরু হচ্ছে আগামী ১৪ জুলাই।

আজ বুধবার ( ১১ জুলাই) সকালে ‘প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ’(পিআইবি) মিলনায়তনে ঢাকা জেলা সিভিল সার্জন অফিস আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে ঢাকা জেলা সিভিল সার্জন ডা. এহসানুল করিম জানান, ১৪ জুলাই ৬ থেকে ১১ মাস বয়সী এক লাখ ২৭ হাজার ৭৭০ জন শিশুকে ১টি করে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল চার ফোঁটা এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮ লাখ ৫ হাজার শিশুকে ১টি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ৮ ফোঁটা করে খাওয়ানো হবে।

ঢাকা শহরের ২ হাজার ১৮৪টি আইপিএ সেন্টার ছাড়াও অতিরিক্ত ১৬০ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। সব মিলে এ বছর সারাদেশে প্রায় সোয়া দুই কোটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বিজ্ঞাপন

সিভিল সার্জন আরো বলেন, একটি শিশুও যেন ভিটামিন এ ক্যাম্পেইন থেকে বাদ না যায়, এ লক্ষ্যে ৯০ শতাংশের বেশি শিশু যাদের বয়স ১২ থেকে ৫৯ মাস তারা প্রতি ছয় মাস অন্তর বছরে দুইবার লাল রংয়ের ভিটামিন এ (দুই লাখ আই ইউ) ক্যাপসুল পাবে। এছাড়া ৯০ শতাংশের বেশি শিশু যাদের বয়স ৬ থেকে ১১ মাস তারা প্রতি ৬ মাস অন্তর বছরে একবার নীল রংয়ের ভিটামিন ‘এ’ (একলাখ আই ইউ) ক্যাপসুল পাবে। সে লক্ষ্যে নির্ধারিত টিকাকেন্দ্রে এসব ক্যাপসুল পৌঁছে দেওয়া হবে।

প্রসঙ্গত, ভিটামিন এ এর ঘাটতি হলে রাতকানা রোগ হয়। এই রোগ মুক্তি ছাড়াও, এই ভিটামিন শরীরের অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমিয়ে শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। তাই ভিটামিন এ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরে দুইবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করে। এ বছর ক্যাম্পেইনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুকি কমান’

ডা. ফজলুল কবিরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীর, পরিচালক আনোয়ারা বেগম, প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী, সহকারী প্রশিক্ষক তানিয়া সুলতানাসহ অন্যরা।

সারাবাংলা/জেএ/এসএমএন

 

বিজ্ঞাপন

আরো