Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদত্যাগ করেছেন ফরিদপুরের বৈছাআ’র মুখপাত্র জেবা তাহসিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ০৮:২২ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ০৮:২৭

কাজী জেবা তাহসিন।

ফরিদপুর: পদত্যাগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুরের জেলা শাখার মুখপাত্র কাজী জেবা তাহসিন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে তিনি পদত্যাগের এ ঘোষণা দেন।

পদত্যাগপত্রে জেবা তাহসিন লিখেছেন, ‘আমি কাজী জেবা তাহসিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলার মুখপাত্র হিসেবে দীর্ঘদিন যাবৎ দায়িত্বরত ছিলাম এবং এই পথচলাটা আমার জীবনের এক মূল্যবান অধ্যায়। তবে কিছু মাস আগে বৈছআ সারাদেশের কমিটি স্থগিত করা হয় কিন্তু পুনরায় আবার এ কমিটি সচল করার পর আমি ব্যক্তিগত ও পারিবারিক কারণে বৈছাআ ফরিদপুর জেলা এর মুখপাত্র পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি।’

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, ‘এই পদ থেকে সরে গেলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আমার ভালোবাসা, বিশ্বাস ও দায়বদ্ধতা আগের মতোই অটুট থাকবে। আমি সবসময় এই আন্দোলনের পথে থাকব —হয়তো ভিন্ন ভূমিকায়, কিন্তু একই লক্ষ্য নিয়ে বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্নে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর