Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট-২ আসনে মনোনয়ন পেলেন ইলিয়াসপত্নী লুনা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৯:৪২ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫ ২১:৩২

সিলেট-২ আসনে মনোনয়ন পেলেন ইলিয়াসপত্নী লুনা। ছবি: সংগৃহীত

ঢাকা: সিলেট-২ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন গুম হওয়া দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর লুনা।

সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিলেট জেলার ওসমানী নগর ও বিশ্বনাথ উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনে তাহসীনা রুশদীর লুনা ২০১৮ সালেও দলীয় মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু সেবার তার প্রার্থিতা বাতিল করা হলে আসনটি গণফোরাম নেতা মোকাব্বির খানকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা করা হয় এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নিখোঁজ ইলিয়াস আলী ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালে পরাজিত হন। ২০১২ সাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

শহিদ বুদ্ধিজীবী দিবস আজ
১৪ ডিসেম্বর ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর