Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলীয় প্রার্থী নিয়ে ঐক্যের আহ্বান তারেক রহমানের

স্টাফ করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ২২:০৯ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫ ১০:৪০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আপনাদের চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষায় গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে।’  তিনি দলের চূড়ান্ত হওয়া একক প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

রোববার (২ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে বিএনপির প্রবাসী নেতা-কর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ কার্যক্রমে অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ‘শিগগিরই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। দল যাকে যে আসনে মনোনয়ন দেবে, অনুগ্রহপূর্বক তাকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করুন। নিজেদের মধ্যে বিবাদ বা রেষারেষি এমন পর্যায়ে নিবেন না, যাতে প্রতিপক্ষ সেই সুযোগ নিতে পারে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ধানের শীষ জিতলে আপনি জিতেছেন—বিজয়ী হবে দেশ ও গণতন্ত্র।’

বিএনপি নেতাদের উদ্দেশে তারেক রহমান সতর্ক করে বলেন, ‘স্বাধীনতার ঘোষকের প্রতি অমর্যাদা কিংবা ‘মাদার অব ডেমোক্রেসি’র অবদান প্রশ্নবিদ্ধ হয়—এমন কোনো আচরণ করবেন না। আপনারা জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন।’

অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত ফেব্রুয়ারি নির্বাচনের প্রেক্ষিতে তিনি জানান, বিএনপি ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করার প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

‘বিএনপি জনপ্রিয় দল। প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকা গৌরবের বিষয়। কিন্তু সবার মনোনয়ন দেওয়া সম্ভব নয়,’ বলেন তিনি।

রাজপথের শরিকদেরও প্রার্থী করার কথা জানিয়ে তারেক রহমান বলেন, ‘যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গী ছিলেন, তাদেরও বিএনপি সমর্থন দেবে। কেউ মনোনয়ন না পেলেও দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। স্বাধীনতার ঘোষকের কথাটি মনে রাখুন—‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।’

তিনি আরও অভিযোগ করেন, ‘বিগত ফ্যাসিবাদী শাসনামলে নির্বাচনব্যবস্থা ধ্বংস হয়েছিল। এখনো বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার চলছে। কিন্তু আমি বিশ্বাস করি, ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।’

প্রবাসীদের ভোটাধিকারের প্রশংসা করে তিনি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান এবং বলেন, ভবিষ্যতে এই প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেবে বিএনপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডা. জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় ও প্রবাসী নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর