Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ১১:৫৩ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ১৪:২১

গোবিন্দগঞ্জ থানা, গাইবান্ধা।

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন।

রোববার (২ নভেম্বর) সকালে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শনিবার দিবাগত রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে।

গোবিন্দগঞ্জ থানার ওসি বলেন, শনিবার রাত আনুমানিক ৩টার দিকে নাসিরাবাদ গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরুচুরি করে নিয়ে যাচ্ছিল সংঘবদ্ধ তিন সদস্যের একটি দল। টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে তারা প্রাণ বাঁচাতে পুকুরে লাফ দেয়। এর এক পর্যায়ে স্থানীয়রা তাদের ধরে বেধড়ক মারধর করেন। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপরজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, নিহতরা সবাই পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য। খবর পেয়ে জেলা পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি বুলবুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
২৫ ডিসেম্বর ২০২৫ ০০:১৭

শুভ বড়দিন আজ
২৫ ডিসেম্বর ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর