Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ১৪:৫০

ময়মনসিংহ: সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (জেইউএম)।

শনিবার (১ নভেম্বর) সকালে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ইউনিয়ন সভাপতি এম.আইয়ূব আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ জাহাঙ্গীর, সদস্য আব্দুল কাইয়ুমসহ সংগঠনের অন্যান্য নেতারা।

বিজ্ঞাপন

বক্তারা অবিলম্বে সব সাংবাদিক হত্যা-নির্যাতনের বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর