Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন বিভাগের বালু লুট: সিলেটে আলোচিত রুপা মিয়া গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ০০:২১ | আপডেট: ১ নভেম্বর ২০২৫ ১১:০২

আলোচিত রুপা মিয়া গ্রেফতার

সিলেট: জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ডালারপাড় এলাকায় সরকারি বন বিভাগের জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ইকবাল হোসেন ওরফে রুপা মিয়া (ডেভিল রুপা মিয়া)কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম ও ওসি (তদন্ত) সুজন কর্মকারের নেতৃত্বে পুলিশের একটি দল ডালারপাড় চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

রুপা মিয়া পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুল্লুক হোসেনের ছোট ভাই, কুখ্যাত মাদক সম্রাট জাহাঙ্গীর আলমের বাবা এবং মাদক সম্রাট বাবুলের চাচা হিসেবে এলাকায় পরিচিত।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, তার নেতৃত্বে দীর্ঘদিন ধরে সরকারি বন বিভাগের জমি থেকে বালু ও পাথর লুটপাট করা হচ্ছিল। এ বিষয়ে বন বিভাগের দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

ওসি রতন শেখ পিপিএম বলেন, ‘বন বিভাগের দায়ের করা মামলায় ইকবাল হোসেন ওরফে রুপা মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কী কী মামলা রয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর