Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ, কিশোর গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৫ ২২:০২ | আপডেট: ১ নভেম্বর ২০২৫ ০৯:২১

প্রতীকী ছবি

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ধারা ৯(১)-এ একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সূত্রে জানা গেছে, বুধবার (২৯ অক্টোবর) দুপুরে অভিযুক্ত ওই কিশোর তার বাড়ির পাশে একটি টিনের ছাপড়াঘরে শিশুটিকে লোভ দেখিয়ে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

মামলার বাদী ওই শিশুটির মা বলেন, মেয়ে হঠাৎ কান্নাকাটি শুরু করে। পরে তার পরনের প্যান্টে রক্ত দেখতে পেয়ে জিজ্ঞাসা করলে সে জানায়, তাকে লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ভয় দেখিয়ে খারাপ কাজ করেছে। এরপর আমি মেয়েকে হাসপাতালে নিয়ে যাই। থানায় বিষয়টি জানালে পুলিশ ছেলেটিকে গ্রেফতার করে। আমি আমার মেয়ের ওপর যে অন্যায় হয়েছে, তার উপযুক্ত বিচার চাই।

বিজ্ঞাপন

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, ‘শিশুটির মা মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।‘

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর