Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানী থেকে আটক ইবির ছাত্রলীগ নেতা

ইবি করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৫ ১২:০৯

আটক মেজবাহুল ইসলাম।

ইবি: নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলাম আটক হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজার রেলগেটের সামনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে গ্রেফতার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের দায়িত্বরত কর্মকর্তা এস আই শাহীন বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঢাকার মগবাজার রেলগেট এলাকায় একটি মিছিলের উদ্দেশ্যে সমবেত হয়। এ সময় সংগঠনটির ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশের সিটিটিসি ইউনিট।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মেজবাহুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সভাপতি ছিলেন। জুলাই আন্দোলন চলাকালীন আন্দোলনকারীদের প্রকাশ্যে হুমকি এবং ১৪ই জুলাই রাতে ‘রাজাকার’ স্লোগান দেওয়া শিক্ষার্থীদের দেখে নেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর