Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐকমত্য কমিশনের প্রতিবেদনে ‘অনৈক্যের সুর’: শামা ওবায়েদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ২২:১৬ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ০৯:০৫

বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

ফরিদপুর: ঐকমত্য কমিশন দীর্ঘ দশ মাসের কথিত আলোচনার মাধ্যমে যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে ‘অনৈক্যের সুর’ ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে জেলার নগরকান্দায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা করেন।

শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের ছাত্রসমাজ, যুবসমাজ, নারী সমাজ এবং আপামর জনতা একটি সুষ্ঠু ভোটের অপেক্ষায় আছে। সেই ভোটের অধিকার নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন যদি ব্যর্থ হয়, তবে এই হাজার হাজার নেতাকর্মীর আত্মত্যাগ, আবু সাঈদ-মুগ্ধদের রক্তদান ও তাদের মৃত্যু, সবই বৃথা যাবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।’

অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবদলের সদস্য রবিউল ইসলাম রবি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়বুর রহমান মাসুদ, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবু ও নাজমুল হাসান রাজুসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর