Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতসহ ৭ দল

‎স্টাফ করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১৪:০২ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৫:২১

ছবি: সারাবাংলা

ঢাকা: ‎স্মারকলিপি দিতে আসা বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে বৈঠকে করেছেন নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

‎বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের তিন তলায় সিইসির সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত রয়েছেন। এতে জামায়াতসহ আট দল থাকার কথা থাকলেও বাংলাদেশ খেলাফত আন্দোলনের কোনো প্রতিনিধি দল উপস্থিত নেই।

এর আগে, নির্বাচন ভবনের সামনে আট দলের নেতাকর্মীদের সামাল দিতে হিমশিম খেতে হয় ইসি কর্মকর্তাদের। স্মারকলিপি দেওয়ার কথা বলে এসে সিইসির সঙ্গে বৈঠক করার কথা জানায় তারা।

বিজ্ঞাপন

সেক্ষেত্রে দলগুলো আলাদা আলাদাভাবে সাথে দেখা করার কথা বলে। এমন পরিস্থিতিতে একসঙ্গে দলগুলো কয়েকজন করে প্রতিনিধিকে নির্বাচন ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

জানা গেছে, ঘণ্টাখানেক সময় করে ২৫-৩০ জন সদস্য একসঙ্গে বৈঠকে বসে, সিইসির কাছে স্মারকলিপি হস্তান্তর করবে।

‎গত ৩০ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছে।

‎সবশেষ ১৯ অক্টোবর জুলাই সনদ বাস্তবায়নে ‘আদেশ’ জারি এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলনের চতুর্থ পর্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের তিন দিনের কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল।

এদিকে, এ স্মারকলিপি দেয়াকে কেন্দ্র করে ইসির সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

শেষ রাউন্ডে ঢাকার প্রথম জয়
৮ ডিসেম্বর ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর