Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিসা আবেদনকারীদের জন্য জার্মান দূতাবাসের সতর্কবার্তা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১১:৪৮ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৫:২২

ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস। ছবি: সংগৃহীত

ঢাকা: ভিসা আবেদনকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ জার্মান দূতাবাস। দূতাবাসটি জানিয়েছে, সম্প্রতি কিছু পক্ষ নিজেদের দূতাবাসের কর্মকর্তা পরিচয় দিয়ে ভিসাপ্রার্থীদের কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা করছে। এই বিষয়ে আবেদনকারীদের সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীরা যেন কোনো ধরনের তথ্য পাঠানোর আগে সর্বদা প্রেরকের ই-মেইল ঠিকানা ভালোভাবে যাচাই করেন।

দূতাবাস জানায়, যদি নিশ্চিত না হন যে ই-মেইলটি আসলেই দূতাবাস বা কনস্যুলার সার্ভিসেস পোর্টালের বৈধ ঠিকানা কি না, তাহলে দূতাবাসের ওয়েবসাইটে থাকা যোগাযোগ ফর্মের মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দূতাবাস আরও জানিয়েছে, কনস্যুলার সার্ভিসেস পোর্টাল থেকে শুধু স্বয়ংক্রিয়ভাবে ই-মেইল পাঠানো হয়, যেখানে জানানো হয় যে পোর্টালে নতুন কোনো বার্তা এসেছে। তবে ই-মেইলের মাধ্যমে ভিসা আবেদনের কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয় না, স্পষ্ট করেছে জার্মান দূতাবাস।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর