Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পল বিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫ ২৩:২৯ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ০৯:০২

প্রেসিডেন্ট পল বিয়া। ছবি: সংগৃহীত

ক্যামেরুনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট পল বিয়া আবারও বিজয়ী হয়েছেন। সোমবার ঘোষিত সরকারি ফলাফল অনুযায়ী, ৯২ বছর বয়সি এই প্রবীণ নেতা মোট ভোটের ৫৩ দশমিক ৬৬ শতাংশ পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন।

দেশটির সাংবিধানিক পরিষদ জানায়, প্রধান প্রতিদ্বন্দ্বী ইসা চিরোমা পেয়েছেন ৩৫ দশমিক ১৯ শতাংশ ভোট। চিরোমা, যিনি অতীতে সরকারে মুখপাত্র ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই নিজেকে বিজয়ী দাবি করেছিলেন। তবে প্রেসিডেন্ট বিয়া তার দাবি উড়িয়ে দেন।

এর আগে রোববার ক্যামেরুনের বৃহত্তম শহর দুয়ালায় বিরোধীদলীয় সমর্থকদের বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত চারজন নিহত হন। বিক্ষোভকারীরা নির্বাচন ফলাফলে জালিয়াতি না করার দাবিতে সড়কে নেমেছিলেন।

বিজ্ঞাপন

পল বিয়া ১৯৮২ সাল থেকে ক্যামেরুনের ক্ষমতায় আছেন, যা তাকে বিশ্বের দীর্ঘতম সময় ধরে ক্ষমতাসীন নেতাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বিজ্ঞাপন

জলপাই বাগানে কী করছিলেন বুবলী!
৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৪

আরো

সম্পর্কিত খবর