Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১ হাজার ৫৬১

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ২০:০০ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ০০:৩২

ঢাকা: সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৭৭ জন ও অন্যান্য অপরাধে গ্রেফতার ৪৮৪ জন।

রোববার (২৬ অক্টোবর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৫৬১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৭৭ জন ও অন্যান্য অপরাধে আরও ৪৮৪ জন।

অভিযানের সময় বিদেশি পিস্তল একটি, ম্যাগাজিন একটি, গুলি এক রাউন্ড, ককটেল দুইটি ও একটি কুড়াল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে বলেও পুলিশ সদর দফতর থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর