Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ২০:৩১ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ২০:৩৭

উত্তেজনাপূর্ণ এ খেলায় ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন। ছবি: সারাবাংলা

নীলফামারী: নীলফামারীতে সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে জেলা শহরের বড় মাঠে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন ও সাংবাদিক একাদশের যৌথ উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।

এদিন জেলার সকল সকল সাংবাদিক দুই দলে বিভক্ত হয়ে মাঠে নামেন। সাদা জার্সিতে খেলেন টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের দল আর লাল জার্সিতে সাংবাদিক একাদশ। উত্তেজনাপূর্ণ এ খেলায় ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন। ম্যাচ শেষে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন সময় টিভির রংপুর ব্যুরোর প্রধান নাজমুল ইসলাম নিশাত।

বিজ্ঞাপন

প্রীতি ফুটবল ম্যাচের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর আলম বাবু, সাবেক সভাপতি তাহমিদ হক ববি ও সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান।

এছাড়াও উপস্থিত ছিলেন টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক জুয়েল ইসলামসহ জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘নিয়মিত খেলাধুলা শরীর ও মন দুটোই ভালো রাখে। সাংবাদিকদের এমন প্রীতি ম্যাচ সমাজে খেলাধুলার প্রতি নতুন আগ্রহ সৃষ্টি করবে।’

আরটিভির জেলা প্রতিনিধি ও নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান বলেন, ‘আমরা প্রতিদিন অন্যের খবর লিখি, কিন্তু আজ নিজেদের মিলনমেলা হয়েছে। কাজের ফাঁকে এমন আয়োজন সম্পর্ক ও বন্ধুত্ব আরও দৃঢ় করে।’

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বিজ্ঞাপন

খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
২৫ ডিসেম্বর ২০২৫ ০০:১৭

আরো

সম্পর্কিত খবর