Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রিয়াল চুরির সঙ্গে অভিযোগও করে’

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ০৯:৪৬ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ০৯:৪৯

ক্লাসিকোর আগে রিয়ালকে ইয়ামালের খোঁচা

মৌসুমের প্রথম এল ক্লাসিকো মাঠে গড়াবে ২৬ অক্টোবর। ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে হাই ভোল্টেজ এই ম্যাচের আগেই শুরু হয়ে গেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ফুটবলারদের কথার লড়াই। বার্সার সবচেয়ে বড় তারকা লামিন ইয়ামাল বলছেন, রিয়াল শুধু চুরি করে আর উলটো অভিযোগ করে!

গত মৌসুমে টানা চার ম্যাচ হেরে ঘরোয়া ফুটবলের তিন শিরোপা হাতছাড়া করে রিয়াল। আর রিয়ালকে বিধ্বস্ত করার পথে বার্সার অন্যতম নায়ক ছিলেন বার্সার তরুণ সেনসেশন ইয়ামাল।

লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে কিংস লিগের একটি অনুষ্ঠানে এল ক্লাসিকোকে কথা বলেছেন ইয়ামাল। সেখানে ইবাই লানোস কিংস লিগের ক্লাব লা ক্যাপিটালের সহমালিক ইয়ামালকে জিজ্ঞাসা করেন, কিংস লিগের দল ‘পোরকিয়নস’ রিয়াল মাদ্রিদের মতো কি না? উত্তরে ইয়ামাল বলেন, ‘হ্যাঁ, অবশ্যই, তারা চুরি করে আর অভিযোগ করে। এটা তারা সবসময়ই করে।’

বিজ্ঞাপন

এই মৌসুমের প্রথম ক্লাসিকো হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্না্ব্যুতে। ইয়ামালকে প্রশ্ন করা হয়েছিল, বার্নাব্যুতে খেলা কঠিন কিনা। জবাবে তিনি বলেন, ‘বার্নাব্যু কঠিন কি না? বার্সার জন্য নয়। যখন আমি শেষবার সেখানে খেলেছি, গোল করেছি এবং আমরা ৪–০ গোলে জিতেছিলাম।’

বার্নাব্যুতে এবার গোল করার ব্যাপারে ইয়ামাল আত্মবিশ্বাসী কি না—এমন প্রশ্নের উত্তরে স্প্যানিশ ফরোয়ার্ড বলেন, ‘আমি ইতিমধ্যেই করেছি, তুমি কি ভুলে গেছ?’

আগামী ২৬ অক্টোবর রাত ৯.১৫ মিনিটে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে রিয়াল-বার্সা।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর