Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে চেক হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ১৮:০৯ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৮:১৯

চেক তুলে দিচ্ছেন বিআরটিএ চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে চেক হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বিআরটিএ বগুড়া সার্কেল এ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ফিটনেসবিহীন-লক্কর ঝক্কর ও কালো ধোঁয়া নির্গত হওয়া কোনো গাড়িকে রাখা হবে না। আমাদের তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে দেশজুড়ে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হচ্ছে।‘ অধিকাংশ জেলায় প্রায় ৬০ শতাংশ চালক হেলমেটবিহীন অবস্থাতেই গাড়ি চালাচ্ছেন, যা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

বিআরটিএ প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (প্রশাসন) হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, বিআরটিএ রাজশাহী বিভাগীয় পরিচালক পার্কন চৌধুরী, বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, বিআরটিএ বগুড়ার সহকারী পরিচালক (ইঞ্জি:) হারুন উর রশিদ, মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ জনের পরিবারের সদস্যদের ৫ লাখ করে টাকা ও আহত একজনের হাতে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা সর্বমোট ৮১ লাখ টাকার চেক তুলে দেন বিআরটিএ চেয়ারম্যান। এ নিয়ে চলতি বছরের জেলায় ৪৯ জনকে মোট ২ কোটি ২৭ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

১৭ বছর পর ঢাকায় তারেক রহমান
২৫ ডিসেম্বর ২০২৫ ১১:৪৭

সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান
২৫ ডিসেম্বর ২০২৫ ১১:২৮

আরো

সম্পর্কিত খবর