Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে ট্রাক্টরের ধাক্কায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ০০:০৭ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ০৯:৫৯

প্রতীকী ছবি

রংপুর: জেলার পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় নারীসহ দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জামতলা সড়কের সোনাকান্দর কলার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার গঙ্গারামপুরের দুলা মিয়ার স্ত্রী পিয়ারি বেগম (৬০) এবং গাইবান্ধার পলাশবাড়ীর মহাদীপুরের সোলাইমান (৭০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিয়ারি বেগম স্বামী দুলা মিয়ার অটোভ্যানে পীরগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে কলার হাটে পৌঁছাতেই ইটবোঝাই মাহিন্দ্রা ট্রাক্টরটি অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিয়ারি বেগম নিহত হন। এ সময় পথচারী সোলাইমান ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

বিজ্ঞাপন

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর