Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ১৩:০০

প্রতীকী ছবি। বিদ্যুতায়িত

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ছোটআলমপুরে বিদ্যুতায়িত হয়ে মো. তুহিন (১৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) রাতে পৌর এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সে ছোটআলমপুর উত্তর পাড়ার মো. ফারুক হোসেন এর মেজো ছেলে।

তুহিনের বাবা মো. ফারুক হোসেন বলেন, ‘তুহিন রাতে ঘুমাতে গেলে দেখে তার রুমের ফ্যান চলে না। এক পর্যায়ে দেখে বৈদুতিক তার ছিড়ে সমস্থ ঘরে আর্থিং হয়ে আছে। এ সময় সে লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়। আমরা তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার বলে আমার ছেলে আর নেই।’

এ বিষয়ে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাঈনউদ্দিন বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ আমরা পাইনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর