Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি আজিজুল হক কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৮:২০ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ২০:২৭

অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম

বগুড়া: সরকারি আজিজুল হক কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম। এর আগে তিনি জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন।

সোমবার (২০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ফেরদৌস সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এই প্রজ্ঞাপনে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীরকে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়েছে। আগামী ২৭ অক্টোবরের মধ্যে উভয় অধ্যক্ষকে নিজ নিজ বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর