Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানের থানচিতে হ্যান্ডগ্রেনেড ও বন্দুকসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ২০:৩৭ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ০০:৫১

আটক ওয়েবার ত্রিপুরা ও রুইহং ম্রো। ছবি: সারাবাংলা

বান্দরবান: বান্দরবানের থানচিতে যৌথ অভিযানে হ‌্যান্ডগ্রেনেড, পিস্তল, বন্দুক ও কারতুজসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এই ঘটনায় ওয়েবার ত্রিপুরা (৩৩) ও রুইহং ম্রো (৬০) নামের ২ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। তারা বান্দরবানের থানচি উপজেলার বাসিন্দা।

বিজিবি সুত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বলিপাড়া জোনের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি’র সমন্বয়ে টাস্কফোর্সের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে। সেখা‌নে তল্লাশি চালিয়ে গত শুক্রবার শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ওয়েবার ত্রিপুরা (৩৩)-কে আটক করা হয়। পরে ওয়েবার ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদ কর‌লে তার থে‌কে পাওয়া তথ্য পর্যালোচনা করে বলিপাড়া জোনের উপ-অধিনায়কের নেতৃত্বে যৌথ অপারেশনে প‌রিচা‌লিত হয়।

বিজ্ঞাপন

এসময় জোনের অধীনস্থ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়েবার ত্রিপুরার সহযোগী ও অবৈধ অস্ত্র চোরাচালানকারী রুইহং ম্রোকে ৩০ রাউন্ড কার্তুজ, একটি গ্রেনেড, একটি ম্যাগাজিন, একটি দেশীয় পিস্তল, একটি মর্টারের গোলার বক্স, দুটি গাদা বন্দুক, দুটি মোবাইল এবং একটি কৃষি ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়। পরে তাদেরকে থানচি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সেনাবাহিনী বলিপাড়া জোনের পাবর্ত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে আপোষহীনভাবে দায়িত্ব পালন করছে। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দেশের সার্বভৌমত্ত্ব ও নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতেও তা চলমান থাকবে।