Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক নেতাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে বললেন জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১৯:১৭ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ০০:৫৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: জুলাই সনদ সই করার দিনে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বাহাসের মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা হিসেবেই বিবেচিত হবে। দয়া করে দায়িত্বশীল কোনো জায়গা থেকে আমরা জীবন বাজি রেখে লড়াই করা জাতির গর্বিত লোকগুলোর বিষয়ে এমন কথা বলব না।’

শনিবার (১৮ অক্টোবর) সালাহউদ্দিনের এক বক্তব্যের পর তা নিয়ে পালটা পালটি বক্তব্য চলার মধ্যে রোববার (১৯ অক্টোবর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এ মন্তব্য করেন জামায়াত আমির।

বিজ্ঞাপন

ওই পোস্টে কারও নাম উল্লেখ না করে শফিকুর রহমান আরও বলেন, ‘কেউ এমন আচরণ করলে জাতি তাদের ক্ষমা করবে না। সব ক্ষেত্রে রাজনৈতিক নেতারা আমরা দায়িত্বশীলতার পরিচয় দেব, ইনশা আল্লাহ।’

শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ সই অনুষ্ঠানের আগে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। তারা তিনটি দাবি নিয়ে বিক্ষোভের একপর্যায়ে জুলাই সনদ সই অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নিয়েছিলেন। পরে পুলিশ তাদের জোর করে তুলে দেয়। এরপর ওই মঞ্চেই জুলাই সনদে সই করেন বিএনপি, জামায়াতসহ ২৪ দলের নেতারা।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর