Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতালের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১৬:৫২

কুমিল্লায় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

কুমিল্লা: কুমিল্লায় ১০০ শয্যার বিশেষায়িত খাইরুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৭ অক্টোবর) সকালে কুমিল্লা নগরীর বিষ্ণুপুরের হাসপাতাল প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে হাসপাতালটির উদ্বোধন করেন সমাজকল্যান উপদেষ্টা শারমীন এস মুরশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ডায়বেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ এ কে আজাদ খান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সমাজ কল্যান মন্ত্রণালয়ের সচিব ডক্টর মো. আবু ইউসুফ, বাংলাদেশ ডায়বেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, হাসপাতালের জন্য জমিদাতা সাবেক সচিব এ টি এম শামছুল হকের স্ত্রী রাবেয়া হয়সহ আরো অনেকে।

বিজ্ঞাপন

বক্তরা এসময় বলেন, হাসপাতালটি হওয়ার কারনে কুমিল্লা ও আশেপাশের মানুষজনকে আর আধুনিক স্বাস্থ্যসেবার জন্য কুমিল্লার বাইরে কোথাও যেতে হবে না। এখন থেকে এ খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালে সব রকম আধুনিক চিকিৎসাসেবা পাবে কুমিল্লার মানুষ। বাংলাদেশ ডায়বেটিক সমিতি মানুষের কল্যানে কাজ করে। বাংলাদেশের প্রতিটি জেলায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই বাংলাদেশ ডায়বেটিক সমিতির কাজ।

উল্লেখ্য, কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র বিষ্ণুপুরে পৈত্রিক জমি থেকে ১২৫ শতাংশ জায়গা হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের জন্য বাংলাদেশ ডায়বেটিক সমিতিকে ২০১০ সালে দান করেন এ টি এম শামসুল হক।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

মেঘনা গ্রুপে কাজের সুযোগ
৮ ডিসেম্বর ২০২৫ ১১:০১

আরো

সম্পর্কিত খবর