Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি সাহিত্য সংসদের সভাপতি মোমিন, সম্পাদক গৌরাঙ্গ

জবি করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ২১:৪০

সভাপতি আবদুল্লাহ মোমিন খান ও সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দাস।

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাহিত্য সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী আবদুল্লাহ মোমিন খান ও সাধারণ সম্পাদক হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী গৌরাঙ্গ দাস।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সংগঠনটির উপদেষ্টাদের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে অন্যান্যরা হলেন- সহ-সভাপতি রাবেয়া আক্তার বহ্নি, যুগ্ম সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন আহমেদ এ.কে. আজাদ ও মুসফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক হৃদয় হাসান মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক তাসরিন ফারহানা তিতাস, দফতর সম্পাদক ফেরদৌসী ফ্লোরা, কোষাধ্যক্ষ ইরতেজা তাসনিম, পাঠচক্র সম্পাদক সাগর উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক শিহাব সরকার, সাহিত্য সম্পাদক শাহীন ইসলাম, সহ-সাহিত্য সম্পাদক অনিক চন্দ্র, পাঠাগার সম্পাদক বায়জিদ আহমেদ কল্লোল ও প্রকাশনা সম্পাদক মুহাইমিন আহমেদ।

বিজ্ঞাপন

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমতিয়াজ আহমেদ, মেহেজাবিন মাইশা, তাসনীম তাবাসসুম, তাহরিকা সালমা, টুনকু ত্রিপুরা ও দিগন্ত হালদার।

সংগঠন সূত্রে জানা গেছে, পরবর্তীতে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ সদস্যদের মধ্য থেকে আরও ১০ জন কার্যকরী সদস্য মনোনীত করা হবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দাস বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সাহিত্যচর্চা এখন প্রায় হারিয়ে গেছে। আমি চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের মাধ্যমে সেই চর্চাকে নতুন প্রাণ দিতে। এখানে অনেকেই লেখেন বা সাহিত্যপ্রেমী আছেন। কিন্তু উপযুক্ত প্ল্যাটফর্মের অভাবে তাদের মেধা বিকশিত হয় না। সাহিত্য সংসদ সেই জায়গাটা তৈরি করবে। সবার ভেতরের সাহিত্যিক সত্তাকে জাগিয়ে তুলবে।’

নবনির্বাচিত সভাপতি আবদুল্লাহ মোমিন খান বলেন, ‘সাহিত্যের আলোয় আলোকিত এই সংসদের নেতৃত্ব পাওয়া যেন এক নতুন ভোরের আহ্বান। শব্দের বীজ বুনে সাহিত্যের ফসল ফলানোর এই যাত্রায় আমি প্রত্যেক সহযাত্রীর হাত চাই। জগন্নাথের অনেক শিক্ষার্থীই দেশবরেণ্য সাহিত্যিক ছিলেন যারা সাহিত্যে অনেক বড় অবদান রেখেছে। আমরা সেই ধারা আবার শুরু করতে চাই।’

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ শিক্ষার্থীদের সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করে আসছে। নিয়মিত পাঠচক্র, সাহিত্য আড্ডা ও নানামাত্রিক আয়োজনের মাধ্যমে তরুণ লেখক তৈরির লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

বেগম রোকেয়া দিবস আজ
৯ ডিসেম্বর ২০২৫ ০২:৫৮

আরো

সম্পর্কিত খবর