Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনকে সামনে রেখে ইসি কর্মকর্তাদের সব ধরনের ছুটি বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ২০:১৩ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ২২:৪০

জাতীয় নির্বাচন কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কার্যক্রমে আরও বেশি গতি আনতে নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তাদের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করেছে। এ জন্য তফসিল ঘোষণার আগ পর্যন্ত ছুটির দিনেও এবং অফিস সময় শেষে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর সই করা এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়।

ওই আদেশে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে প্রস্তুতিমূলক প্রয়োজনীয় সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এখন থেকেই সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে এবং অফিস সময়ের পরে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হলো।

বিজ্ঞাপন

এখন থেকে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করবে কর্মকর্তারা। সেসঙ্গে অফিস সময় শেষেও দায়িত্ব পালনে কাজ করবে ইসি কর্মকর্তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর