Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী মাদক কারবারির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৮:৪৩ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৯:৫৯

প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরায় মাদক মামলায় নারী মাদক কারবারি খাদিজা বেগমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম করাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ দুই যুগ পর এ মামলার রায় হলো।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। কারণ, জামিনের পর থেকেই পলাতক রয়েছেন খাদিজা।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি খাদিজা বেগম সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী হাবিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে ২০০১ সালের ২১ সেপ্টেম্বর ভোরে শহরের নারিকেলতলা এলাকা থেকে ১১০ ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী খাদিজা বেগমকে গ্রেফতার করে। তিনি ফেন্সিডিল নিয়ে খুলনায় যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আসামি আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক বেলায়েত হোসেন তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বিচারের জন্য উক্ত আদালতে প্রেরিত হলে বিচারক মামলার প্রয়োজনীয় নথিপত্র ও সাক্ষ্য পর্যালোচনার করে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি খাদিজা বেগমকে উল্লেখিত সাজা প্রদান করেন।

খাদিজার সাজার বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. মো. মোস্তফা জামান।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
১১ ডিসেম্বর ২০২৫ ২৩:২৭

আরো

সম্পর্কিত খবর