ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসকদের পরামর্শে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়া হাসপাতালে রওনা হন। পরে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে, গত ২৮ আগস্টও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য একই হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।
দলীয় সূত্র জানায়, তার চিকিৎসায় থাকা বিশেষজ্ঞ চিকিৎসক দল নিয়মিতভাবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। প্রয়োজন হলে কিছু বিশেষ মেডিকেল টেস্ট করা হবে বলেও জানা গেছে।
বেগম খালেদা জিয়া ২০২০ সালের পর থেকে নিয়মিত স্বাস্থ্য জটিলতায় ভুগছেন এবং বেশ কয়েক দফায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে গুলশানের ফিরোজায় বসবাস করছেন এবং দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে পারছেন না।