দেশের বিভিন্ন জেলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে আজ।
বুধবার (১৫ অক্টোবর) কয়েকটি জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলের উদ্যোগে এই দিবস পালন করা হয়।
উল্লেখ্য, বিশ্বজুড়ে সংক্রামক রোগ প্রতিরোধে হাত পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরতে ২০০৮ সাল থেকে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়ে আসছে।
হিলি
‘হাত ধোয়াও, হিরো হও’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
বুধবার হিলি হাকিমপুর উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিশু নিকেতন স্কুলে গিয়ে শেষ হয়।
পরে সেখানে হাকিমপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আহসান হাবীবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।
আলোচনা সভা শেষে ক্ষুদে শিক্ষার্থীদের হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই দিবসটির মূল লক্ষ্য হলো সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা তৈরি।

জামালপুর
‘পরিষ্কার হাত, নিরাপদ জীবন, সংক্রমণ রোধে নিয়মিত হাত ধোয়া একটি শক্তিশালী অভ্যাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উদ্যোগে আজ সকালে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক হাছিনা বেগম, সিভিল সার্জন ডা. আজিজুল হক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়।

ময়মনসিংহ
‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
আজ সকালে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনের কর্মচারী-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যালি শেষে কালেক্টরেট স্কুল এন্ড কলেজে হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। একইসঙ্গে, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখানো হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ ছামিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ।
এ সময় জেলা প্রশাসক মুফিদুল আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বগুড়া
বগুড়ার শাজাহানপুরে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। দিবসটি উপলক্ষ্যে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আয়োজনে মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে এবং উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সাহাবুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফিরোজ আহমেদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ চন্দ্র সরকার ও আব্দুল ওয়াহেদ।
এ ছাড়াও মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদু, মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথি বলেন, ‘নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে ডায়রিয়া, নিউমোনিয়া ও অন্যান্য সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।’
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সঠিকভাবে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।