Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় তিন মাসে ১০৮ মোবাইল ও সাড়ে ৩ লাখ টাকা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১৪:১৯

আনুষ্ঠানিকভাবে হারানো মোবাইল ফোন ও নগদ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করে পুলিশ।

সাতক্ষীরা: সাতক্ষীরায় তিন মাসে ১০৮টি হারানো মোবাইল ফোন এবং বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার শিকার ২০ জন ভুক্তভোগীর মোট তিন লাখ ৬০ হাজার ২৬০ টাকা উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন ও নগদ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ২০ হাজার টাকা।

এ সময় সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন,’জেলা পুলিশ মানুষের জানমালের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের পাশাপাশি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সাইবার জগতে সংঘটিত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত তিন মাসে হারানো মোবাইল ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকার বড় অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন,’সাইবার টিমের চৌকস সদস্যরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রতারক চক্রকে শনাক্ত করে মোবাইল ও টাকা উদ্ধার করেছে এবং তা ভুক্তভোগীদের হাতে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে।’

এ সময় তিনি জানান, উক্ত সময়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমোসহ সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাক হওয়া ২১টি একাউন্ট পুনরুদ্ধার এবং হয়রানির শিকার আটজন নারীকে পরামর্শ ও সহায়তা প্রদান করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ