Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহছানুল হক

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ১০:২৬ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১২:৪৫

মো. এহছানুল হক।

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. এহছানুল হক। তিনি সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (১২ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব সামিউল আমিনের সই করা প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর