Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে পুলিশ ট্রেনিং সেন্টারে হামলা, পুলিশ-সন্ত্রাসীসহ নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৫ ১৫:৫০ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৬:৩০

পাকিস্তানি পুলিশ সেনারা আহতদের কোয়েটারের একটি হাসপাতালে নিয়ে যাচ্ছেন। ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী সন্ত্রাসী হামলায় অন্তত ৭ পুলিশ সদস্য ও ৬ সন্ত্রাসী নিহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাতে দেরা ইসমাইল খান জেলার রত্তা কুলাচি পুলিশ ট্রেনিং স্কুলে এই হামলা চালানো হয়।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা প্রথমে বিস্ফোরকভর্তি একটি ট্রাক নিয়ে প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান ফটকে আঘাত করে। বিস্ফোরণের পর সন্ত্রাসীরা বিভিন্ন ইউনিফর্ম পরে কম্পাউন্ডে প্রবেশ করে নির্বিচারে গুলি চালাতে থাকে। পুলিশ পালটা গুলি চালিয়ে কয়েকজন সন্ত্রাসীকে ঘটনাস্থলেই হত্যা করে।

প্রাথমিকভাবে ৩ সন্ত্রাসী নিহত হয় বলে জানানো হলেও, পরবর্তী পাঁচ ঘণ্টার দীর্ঘ বন্দুকযুদ্ধে আরও ৩ জন সন্ত্রাসী নিহত হয়। একই সময়ে আরও ৭ পুলিশ নিহত ও ১৩ জন আহত হন বলে শনিবার (১১ অক্টোবর) দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

অপারেশন চলাকালে এলিট ফোর্স, আল-বুরক ফোর্স, এসএসজি কমান্ডো এবং স্থানীয় পুলিশের সদস্যরা অংশ নেন। দেরা ইসমাইল খানের জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) সাহিবজাদা সাজ্জাদ আহমেদ এবং আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সৈয়দ আশফাক আনোয়ার সরাসরি অভিযানটি তত্ত্বাবধান করেন।

পুলিশ জানিয়েছে, প্রায় ২০০ প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক ও কর্মচারী হামলার সময় ক্যাম্পে উপস্থিত ছিলেন। তাদের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

অভিযান শেষে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের কাছ থেকে আত্মঘাতী ভেস্ট, বিস্ফোরক, আধুনিক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। আহত পুলিশ সদস্যদের কাছের হাসপাতালে নেওয়া হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর