Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিহত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ২০:৪৫ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ২৩:০৮

সাংবাদিক এস এম হায়াত উদ্দীনের পরিবারের পাশে এম এ এইচ সেলিম। ছবি: সারাবাংলা

বাগেরহাট: বাগেরহাটে নিহত ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক এস এম হায়াত উদ্দীনের পরিবারের পাশে দাঁড়ালেন বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ এইচ সেলিম।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১টায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাংবাদিক এস এম হায়াত উদ্দীনের কবর জিয়ারত করে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের বিষয় সার্বিক খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা হিসেবে নগদ এক লাখ টাকা দেন। নিহত সাংবাদিকের দুই মেয়ের এইচএসসি পর্যন্ত লেখাপড়ার যাবতীয় খরচ বহনের দায়িত্বভার নেওয়ার আশ্বাসও দেন এই বিএনপি নেতা।

বিজ্ঞাপন

এ সময় বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মেহবুবুল হক কিশোর, সাবেক পৌর কমিশনার ও বিএনপি নেতা মাহবুবুর রহমান টুটুলসহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম বলেন, এস এম হায়াত উদ্দীন একজন বিএনপি নেতা, পাশাপাশি সাংবাদিক হিসেবে সত্য প্রকাশের জন্যই নিহত হয়েছেন। তিনি সাংবাদিক হায়াত উদ্দীনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং নিহতের রুহের মাগফিরাত কামনাসহ শোকার্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানান।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর বাগেরহাট পৌর বিএনপি’র সদস্য ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক এস এম হায়াত উদ্দীনকে দুস্কৃতিকারীরা পৌরসভার হাড়িখালি নামক স্থানে তার নিজ বাড়ির পাশে নির্মমভাবে হত্যা করে। তার পরিবারের দায়ের করা মামলায় এরই মধ্যে ঢাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর