Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা বিভাগের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ১৯:৫০ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ২১:২৬

কান্দিরপাড় পূবালী চত্বরে সমাবেশে জড়ো হন কুমিল্লার সর্বস্তরের মানুষ। ছবি: সারাবাংলা

কুমিল্লা: কুমিল্লা বিভাগ দাবিতে রাজপথে নেমেছেন হাজার মানুষ। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তারা।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বরে সমাবেশে জড়ো হন কুমিল্লার সর্বস্তরের মানুষ।

সমাবেশে জেলার ১৭টি উপজেলা থেকে দলে দলে ভিড় করতে থাকেন কুমিল্লাপ্রেমী মানুষজন। এ সময় তাদেরকে কুমিল্লা বিভাগের দাবিতে নানান স্লোগান দিতে শোনা যায়। সমাবেশে বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। হাজারো ঐতিহ্যে ভরা কুমিল্লা যখনই বিভাগের ঘোষণার দ্বারপ্রান্তে যায়, তখনই বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়। নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ৬টি জেলার বিভিন্ন দপ্তরের ৪২টি আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত। আমলাতান্ত্রিক জটিলতায় বারবার কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পিছিয়ে যাচ্ছে। এবার বিভাগ বাস্তবায়ন না হলে আরো বড় পরিসরে কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুশিয়ারি দেন তারা।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ ‘কুমিল্লা’ নামেই দিতে হবে। কুমিল্লা বিভাগের সঙ্গে যেসব জেলা থাকতে চায় না, তাদেরকে বাদ রেখেও কুমিল্লা বিভাগ সম্ভব। কুমিল্লা বিভাগ যতদিন না বাস্তবায়ন হচ্ছে, ততদিন এই আন্দোলন চলবে।

বিজ্ঞাপন

আরপিও সংশোধনের গেজেট প্রকাশ
৯ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৬

আরো

সম্পর্কিত খবর