Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণের মন জয়ে যুবদল যাবে ঘরে-ঘরে’

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ২১:০০ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ২২:২২
রায়পুর উপজেলা যুবদলের অধীনে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সদস্য ফরম বিতরণ অনুষ্ঠান

লক্ষ্মীপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের মন জয় করতে ঘরে-ঘরে যাবে যুবদলের নেতাকর্মীরা। তারা মানুষের কথা শুনবেন। আগামীর দেশ পরিচালনায় বিএনপি ৩১ দফা কর্মসূচি মানুষের কাছে তুলে ধরবে।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা যুবদলের অধীনে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

শহরের মিয়াজী মার্কেটে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।

রায়পুর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর হোসেন আরমানের সভাপতিত্বে ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন।

বিজ্ঞাপন

রায়পুর উপজেলা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান সুজন পাটোয়ারী ও যুগ্ম-আহ্বায়ক আকবর হোসেন সম্রাটের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর