Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৬:১৫ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ১৭:০৮

মানববন্ধনে স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা। ছবি: সংগৃহীত

বগুড়া: এখন টিভির চট্রগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ এবং ক্যামেরাপার্সন পারভেজের ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছেন স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা।

এই মানববন্ধনে বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দুরন্ত সংবাদ-এর সম্পাদক সবুর শাহ লোটাস, সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক হুমায়ুন কবির তুহিন, বগুড়া ব্যুরো অফিসের ইনচার্জ মাজেদ রহমান, রিপোর্টার রাজিব সেলিম সাংবাদিক শাহজাহান আলী বাবুসহ উপস্থিত সংবাদকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই দিতে হবে। রাষ্ট্র সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সাংবাদিক নির্যাতনের ঘটনা দিন দিন বাড়ছে।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত সাপ্তাহিক টেলিগ্রামের সম্পাদক রায়হান রানা, রাজশাহী বার্তার ব্যুরো প্রধান শাহাদাৎ শাহিন, দুরন্ত সংবাদের স্টাফ রিপোর্টার শাহ মো. সাব্বির রহমানসহ উপস্থিত সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, গত ৫ অক্টোবর এখন টিভির চট্রগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজ সন্ত্রসী হামলায় আহত হয়েছে। কিন্তু, এখন পর্যন্ত তাদের শাস্তি নিশ্চিতে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। হামলার এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের বিচারের আওতায় না আনা হলে আরো কঠোর কর্মসূচী দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

বিজ্ঞাপন

জলপাই বাগানে কী করছিলেন বুবলী!
৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৪

আরো

সম্পর্কিত খবর