Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনীর প্রধান

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৮:৪৭ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ২০:০৭

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন

ঢাকা: তুরস্কে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। সোমবার সফর দেশে দেশে প্রত্যাবর্তন করেন বিমান বাহিনী প্রধান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কমান্ডার, তুর্কি এয়ারফোর্স এর আমন্ত্রণে ১-৫ অক্টোবর পর্যন্ত তুরস্ক সফর করেন। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কমান্ডার, তুর্কি এয়ারফোর্স, তুরস্ক প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং শীর্ষ পর্যায়ের অন্যান্য সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

এছাড়াও, সম্মানিত বিমান বাহিনী প্রধান তুর্কিস অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজসহ অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

উল্লেখ্য যে, সম্মানিত বিমান বাহিনী প্রধান উক্ত সরকারি সফরে তুরস্কের উদ্দেশ্যে ১ অক্টোবর বুধবার ঢাকা ত্যাগ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর