Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৬:৫৫

ভারতের তেতুলবাড়িয়া ক্যাম্পে আটক হন মোর্শেদ মন্ডল। ছবি: সংগৃহীত

বেনাপোল: যশোরের শার্শা গোগা সীমান্তের ওপারে ভারতের তেতুলবাড়িয়া বিএসএফ ক্যাম্পে আটক বাংলাদেশি নাগরিক মোর্শেদ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। রোববার (৫ অক্টোবর) বিকেলে ভারতের তেতুলবাড়িয়া ক্যাম্পে আটক হন মোর্শেদ মন্ডল।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে গোগা ক্যাম্পের সুবেদার মো. তরিকুল ইসলাম ও বিএসএফের তেতুলবাড়িয়া ক্যাম্পে এসি প্রবীণ চন্দ্রের নেতৃত্বে সীমান্ত পিলার ১৭/৭-এস ২৫ আর পিলার হতে আনুমানিক ৫ গজ ভারতের অভ্যন্তরে তেতুলবাড়িয়া নামক স্থানে পতাকা বৈঠক অনুষ্ঠিত করেন।

পরে আলোচনার মাধ্যমে আটক মোর্শেদ মন্ডলকে তার জাতীয় পরিচয় পত্র যাচাই শেষে বিজিবির হাতে তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

গোগা বিজিবির সুবেদার তরিকুল ইসলাম জানান, বিএসএফের হাতে আটক মোর্শেদ মন্ডলের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর