Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুড়িচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেফতার

‍ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ০২:২৪ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ১১:২৮

বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার। ছবি: সংগৃহীত

কুমিল্লা: বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তার নিজ বাসায় থেকে তাকে গ্রেফতার করা হয়। ‎জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কুমিল্লা-৬ (সদর আসন) এর সাবেক এমপি বাহার উদ্দিন বাহার ও কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) এর সাবেক এমপি আবু জাহেরের অত্যন্ত বিশ্বস্ত ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় পুরো উপজেলায় তার একক ইশারায় টেন্ডারবাজি, চোরাচালান, অস্ত্রবাজি, চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ নানা অপকর্ম চলতো বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

গুঞ্জন রয়েছে, তিনি যা বলতেন থানা পুলিশ ও উপজেলা প্রশাসন তার কথার বাইরে এক পাও চলতে পারতেন না। তার ভয়ে এলাকার মানুষ কেউ কখনো কোন বিষয়ে দ্বিমত পোষণ করার সাহসও দেখাতেন না।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলামও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার বিরুদ্ধে জুলাই-আগস্টের একাধিক মামলা রয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

৯ দিনের ব্যবধানে বাড়ল সোনার দাম
১১ ডিসেম্বর ২০২৫ ২১:৫৪

৭ পুলিশ সুপারকে বদলি
১১ ডিসেম্বর ২০২৫ ২১:৫৩

আরো

সম্পর্কিত খবর