Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হৃদরোগে জবি ছাত্রদল নেতা হাসিবুরের মৃত্যু

জবি করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ০০:১৬ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ১০:০৮

জবি শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টায় তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, সাংগঠনিক কাজ শেষে হাসিব হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। এমতাবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ও জবি শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর