Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে দুর্গা পূজায় আনন্দে মেতে উঠেছেন বিদেশিরাও

ফারহানা নীলা, স্টাফ করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ১৫:৩৩ | আপডেট: ২ অক্টোবর ২০২৫ ১৮:১২

বৃহস্পতিবার রাজধানীর বনানীর পূজামণ্ডপে আনন্দে মেতেছেন বিদেশিরা -(ছবি : সারাবাংলা)

ঢাকা: রাজধানীর দুর্গাপূজার উৎসব শুধুমাত্র স্থানীয়দের জন্য নয়, বিদেশি পর্যটক এবং অভিবাসীদের মধ্যেও ব্যাপক আকর্ষণ তৈরি করেছে। বনানীর পূজামণ্ডপে আনন্দে মেতেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থী এবং পর্যটকরা। ঢাকঢোল ও কাসার বাজনায় নেচে গেয়ে নির্মল উচ্ছাস প্রকাশ করেছেন তারা। দূর-দূরান্ত থেকে আগত এ বৈচিত্র্যময় দর্শকরা উৎসবে যোগ দিয়ে ঢাকার দুর্গাপূজার ‍উৎসবে আন্তর্জাতিক মাত্রা যোগ করেছেন।

রাজধানীর বনানীর পূজামণ্ডপে আনন্দে মেতেছেন বিদেশিরা। ছবি: সারাবাংলা

বিদেশি পর্যটকরা মণ্ডপের শোভা, পূজার ঐতিহ্যবাহী আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ হয়েছেন। বিশেষ করে সঙ্গীত ও নৃত্য, নকশি পট্টির প্রদর্শনী এবং স্থানীয় খাবারের স্বাদ তারা খুব উপভোগ করছেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও শেয়ার করে উৎসবের আনন্দ ছড়াচ্ছেন।

বিজ্ঞাপন

পূজা দেখতে আসা অস্ট্রেলিয়ার পর্যটক লরা টমসন বলেন, “বাংলাদেশের দুর্গা পূজার রঙিন আয়োজন সত্যিই চমকপ্রদ। স্থানীয়দের আন্তরিকতা এবং উৎসবের প্রাণবন্ত পরিবেশ আমাদের খুব আনন্দিত করেছে।”

বনানীর পূজামণ্ডপে আনন্দে মেতেছেন বিদেশিরা। ছবি: সারাবাংলা

এছাড়া, ভারত, যুক্তরাজ্য ও জাপান থেকে আগত পর্যটকরা বিশেষভাবে মণ্ডপ ভ্রমণ, প্রদর্শনী এবং সিঁদুর খেলার অংশগ্রহণে আগ্রহ দেখিয়েছেন। তারা জানান, এই উৎসবের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে আরও কাছে থেকে জানার সুযোগ পাচ্ছেন।

বনানী দুর্গাপূজা কমিটি জানায়, উৎসবকালীন নিরাপত্তা, স্বাস্থ্যবিধি ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সকল দর্শনার্থীর আনন্দ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
১১ ডিসেম্বর ২০২৫ ২৩:২৭

আরো

সম্পর্কিত খবর