Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার অস্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন করতে চায়: সেলিম উদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ১৫:০১ | আপডেট: ২ অক্টোবর ২০২৫ ২১:৩৭

বৃহস্পতিবার রাজধানীর বাড্ডা-রামপুরা জোন রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন -(ছবি : সংগৃহীত)

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, বর্তমান সরকার একটি অস্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে বিশেষ গোষ্ঠীর হাতে ক্ষমতা তুলে দিতে চায়।

এমতাবস্থায় জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে রুকনসহ সর্বস্তরের জনশক্তিকে ময়দানে আপোসহীন ভূমিকা পালনের আহবান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাজধানীর বাড্ডা-রামপুরা জোন জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

সেলিম উদ্দিন বলেন, জুলাই বিপ্লব মূলত আমাদের শেখ হাসিনার স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও মাফিয়াতান্ত্রিক অপশাসন- দুঃশাসন থেকে মুক্তি দিয়েছে। এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা। তাই আমাদেরকে এ বিপ্লবের চেতনাকে ধারণ করেই আগামী দিনের কর্মপন্থা গ্রহণ করতে হবে।

‘জুলাই সনদ ‘২৪-কে বিপ্লবের রক্ষাকবজ’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ সনদকে কথামালার ফুলঝুড়ির মধ্যে সীমাবদ্ধ না রেখে আইনী ভিত্তি এবং সে সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে। কোনো দায়সারা গোছের প্রহসনের নির্বাচন জনগণ কোনভাবে মেনে নেবে না। আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানিয়ে ঢাকা মহানগর জামায়াত আমীর বলেন, অন্যথায় জনগণ রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলবে।

তিনি আরও বলেন, স্বৈরাচার কর্তৃক ধ্বংস করে দেওয়া রাষ্ট্রীয় কাঠামোর কার্যকর সংস্কার এবং গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান হওয়ার পর অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য অনুষ্ঠানের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এমন প্রতিশ্রুতি দিয়েই বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছিলো। কিন্তু সে প্রতিশ্রুতি থেকে তারা সরে আসছে বলেই মনে হচ্ছে। কিন্তু জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না বরং দাবি আদায়ের মাধ্যমেই নির্বাচন দিতে সরকারকে বাধ্য করবে।

ঢাকা মহানগর জামায়াত আমীর বলেন, দুর্নীতি আমাদের দেশের বড় সমস্যারগুলোর একটি। তাই সবার আগে দেশকে দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাট মুক্ত করতে হবে। জনগণ জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে আমরা এমন এক ইনসাফপূর্ণ সমাজ কায়েম করবো সে সমাজে কেউ অপরাধ করার সাহস পাবে না। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল শ্রেণি ও পেশার মানুষের মানুষের নিশ্চয়তা থাকবে’।

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান। বাড্ডা উত্তর থানা জামায়াতের আমির মাওলানা কুতুব উদ্দীন অনুষ্ঠান পরিচালনা করেন। দলের স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
১১ ডিসেম্বর ২০২৫ ২৩:২৭

আরো

সম্পর্কিত খবর