Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই: আাইন উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ১৬:৪৭ | আপডেট: ২ অক্টোবর ২০২৫ ০০:৩২

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বরিশাল: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তজার্তিক অপরাধ ট্রাইবুন্যাল সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়ার পদক্ষেপ নিচ্ছে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশালে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আাইন উপদেষ্টা বলেন, যখন কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন তা স্থায়ী নাকি অস্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন থাকে, কিন্তু বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না।

বিজ্ঞাপন

বরিশালে পূজামণ্ডপ পরিদর্শনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

অশান্ত পাহাড় প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, পাহাড়কে যারা অশান্ত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।

আজ দুপুরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বরিশাল সার্কিট হাউজে পৌঁছে নগরীর নতুন বাজারসংলগ্ন শংকর মঠ পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন, শংকর মঠ পূজা মণ্ডপ কমিটির সভাপতি কানু লাল সাহা ও সাবেক সাধারণ সম্পাদক তম্ময় তপু প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর